দর্শনা অফিসঃ দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়েছে পারকৃষ্ণপুর বাজার পাড়ায় মাদকের গডফাদার জাহিদুলের বাড়িতে। এ অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদকের গডফাদার খ্যাত জাহিদুল ইসলাম ও সাব্বির হোসেন পাভেল নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। সেই সাথে তাদের নিকট হতে মাদক পাচারকাজে ব্যাবহৃত দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন পাভেল (২৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ৭ টার দিকে় থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজার পাড়ায়। এসময় বাজার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলামের বসত বাড়ি তল্লাসী চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জাহিদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন পাভেলকে (২৩) গ্রেফতার করা হয়। সেই সাথে গ্রেফতারকৃত আসামীদের দখল হতে উদ্ধার করা হয় মাদক পাচার কাজে ব্যাবহৃত দুটি মোটরসাইকেল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহৃিত মাদক ব্যাবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মাদক ব্যাবসায়ী যেই হোক না কেন তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। এলাকা হতে মাদক মুক্ত করতে পুলিশের সব ধরনের অভিযান থাকবে অব্যাহত।