দর্শনা ঝাঁঝাডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে সোয়া ১০ কেজি গাঁজা উদ্ধার : এক নারী মাদক ব্যাবসায়ী সহ আটক-৪
দর্শনা অফিসঃ দর্শনা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ পৃথক অভিযানে ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারে এক নারী সহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার সাইদুর রহমানের ছেলে সবুজ হোসেন (২২) ও দর্শনা থানাধীন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের বাগদি পাড়ার মজনুর স্ত্রী আলোকা খাতুন ওরফে লাইলী (২৮), মেমনগর পশ্চিম পাড়ার আব্দুল লতিফের ছেলে আবুল কালামের (৪২) ও একই পাড়ার মৃত রব্বুল মালিথার ছেলে মুক্তার হোসেনকে ( ৪০)।
দর্শনা থানা সূত্রে জানাযায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এসআই খাঁন আ.রহমান, এস আই আলমগীর হোসেন, এসআই সিহাব উদ্দিন, এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই ইদ্রিস, এএস আই আনোয়ারুল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তর পাড়া জামে মজিদের সন্নিকটে। এসময় সেখান হতে ৫ কেজি ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা সহ ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার সাইদুর রহমানের ছেলে সবুজ হোসেন (২২) ও দর্শনা থানাধীন রামনগর গ্রামের বাগদি পাড়ার মজনুর স্ত্রী আলোকা খাতুন ওরফে লাইলীকে (২৮) আটক করে পুলিশ।
অপরদিকে একই রাত পৌনে ৪টার দিকে
দর্শনা থানার এসআই আলমঙ্গীর হোসেন, এসআই সিহাব উদ্দিন, এসআই সুমন্ত বিশ্বস, এএসআই ইদ্রিস, এএসআই আনোয়ার হোসেন, এএসআই শাহিন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার মেমনগর পশ্চিম পাড়ার আব্দুল লতিফের ছেলে আবুল কালামের (৪২) বসত বাড়িতে।
এসময় উক্ত বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা সহ আটক করা হয় বাড়ির গৃহকর্তা মাদক ব্যাবসায়ী আবুল কালাম সহ একই পাড়ার মৃত রব্বুল মালিথার ছেলে মুক্তার হোসেনকে ( ৪০)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল।