দর্শনা অফিস: দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকেদামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের লাশ ৪ দিনপর ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। গতকাল বুধবার বিকাল ৫টার সময় দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মধ্যেদিয়ে তার লাশ হস্তান্তর করা হয়। নিহত ওমিদুলের পরিবারের পক্ষে তার লাশ গ্রহন করেন বড় ভাই সবদুল হোসেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি‘র উপ- অধিনায়ক আহমেদ ও ফেরদৌস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার বারেক, দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম সহ ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা গন। গতকাল বুধবার বাদ এশাগ্রামের স্কুলমাঠে ওমিদুলের লাশের নামাজেন জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।   উল্লেখ্য, গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার চোরাচালানের গডফাদার  ঠাকুরপুর গ্রামের মাঝ পাড়ার আব্বাস আলীর ছেলে তাজমুল হক ১৫/২০ কয়েকজন সহযোগী নিয়ে অবৈধ ভাবে ভারতের অভ্যান্তরে হুদাপাড়ায় যায় একটি গরুর চালান আনতে। ভোরের দিকে গরু নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তের হুদাপাড়া-রাঙ্গিয়ারপোতা ক্যাম্পের একটি টহল দল চোরাচালানীদের দেখে ফেলে। পরে ধাওয়া করে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন খুঁটির নিকট পৌছুলে বিএসএফ চোরাচালানীদের লক্ষ করে গুলি ছোড়ে। এসময় ঠাকুরপুর গ্রামের শেষের পাড়ার পাখি ভ্যান চালক শহিদুল ইসলামের ছোট ছেলে ওমিদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *