গঠনদর্শনা অফিসঃ বৈষম্য দূরীকরনের দাবী আদায়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা কেরু এন্ড কোং (বাং) লিমিটেডে কর্মরত সকল সিডিএ ও সিআইসি’দের উদ্দ্যেগে গতকাল শুক্রবার সন্ধা ৭টায় দর্শনা কেরুজ চিনিকলের ক্লাব মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সিডিএ শফিকুল ইসলাম তরফদারকে (সাবু) আব্বায়ক ও সিডিএ সাহেব আলী তরফদারকে যুগ্ন-আহব্বায়ক এবং সিডিএ সাইফুদ্দিন সুমন, এএসএম কবির, একরামুল হক খলিল, সিআইসি রুহুল আমিন, সিডিএ হারিজুল ইসলামকে সদস্য করা হয়। কমিটির আহব্বায়ক সিডিএ শফিকুল ইসলাম তরফদার (সাবু) জানান, বৈষম্য দূরীকরনের দাবী আদায়ের লক্ষে দর্শনা কেরুজ চিনিকলে কর্মরত সকল সিডিএ ও সিআইসি’দের সমন্বয়ে এক আলোচনা সভার মাধ্যমে সিডিএ ও সিআইসি ঐক্যপরিষদ নামে একটি আহব্বায়ক কমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *