দর্শনা কেরুজ চিনিকলের পরিবহণ বিভাগে অগ্নিকান্ড : ট্রাক্টরের ট্রলির ৩০টি টায়ার ভষ্মিভূত
দর্শনা অফিসঃ দর্শনা কেরুজ চিনিকলের পরিবহণ বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়র সার্ভিস। ততক্ষণে আগুণে ট্রাক্টরের ট্রলির ৩০টি টায়ার ভষ্মিভূত হয়।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুণের সুত্রপাত নিয়ে ভিন্ন,ভিন্ন মত পোষণ করেন।
জানাগেছে, গতকাল রোববার বিকাল পৌনে ৬ টার দিকে দর্শনা কেরুজ চিনিকলের পরিবহণ বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রচন্ড বাতাসে আগুণের ফুলকি ছড়াতে শুরু করে চারিদিকে। মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা বিকট আকার ধারণ করে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম। তারা আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস টিম দীর্ঘ সময় ধরে আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও ততক্ষণে ১০টি ট্রলির ৪০টি চাকার টায়ারের মধ্যে ৩০টি পুড়ে ভষ্মিভূত হয়।
দর্শনা কেরুজ চিনিকলের এক শ্রমিক জনায়, কেরুজ কেইন কেরিয়ারের নিকট পরিত্যাক্ত স্থানে পড়ে থাকা বিভিন্ন প্রকার ময়লা-আবর্জনায় জ্বালানো আগুণ থেকে বিকালে প্রচন্ড বাসাসে আগুণের ফুলকি চারিদিক ছড়িয়ে পড়ে।
সে আগুণ থেকে ট্রাক্টরের ট্রলির টায়ার পুড়ে যায়।
এবিষয়ে কেরুজ পরিবহন বিভাগের প্রকৌশলী আবু সাঈদ বলেন, কেরুজ কেইন কেরিয়ারের চাকু ঘরের ওইদিক থেকে বিকালের প্রচন্ড ঝড়ের সাথে আগুণের ফুলকি ছুটতে থাকে। আর আগুণের ফুলকি থেকে সেখানে থাকা ট্রক্টরের ১০টি ট্রলির ৩০টি টায়ার পুড়ে ভষ্মিভূত হয়।
দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা যায়, গতকাল রোববার বিকাল পৌনে ৬টার দিকে আগুণ লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে নেওয়া হলেও ততক্ষণে প্রতিষ্ঠানের প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। যার ফলে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল আগুণের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এতে করে প্রতিষ্ঠানে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোঃ শাহাব উদ্দিন বলেন, বিকালের দিকে প্রচন্ড ঝড় শুরু হলে উপরের দিক থেকে চিনিকলের কেইন কেরিয়ারের দিকে আগুণের ফুলকি পড়ে আগুণ জ্বলতে দেখে। এরপর সেই আগুণ ছড়িয়ে পরিবহন বিভাগের সামনে পার্কিং করে রাখা ট্রাক্টরের ট্রলির টায়ারে আগ্নিকান্ড ঘটে ৩০টি টায়ার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।