দর্শনা অফিসঃ দর্শনা কেরুজ আড়িয়া ব্যাণিজ্যিক খামার আকষ্মিক পরিদর্শন করেছেন ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আবু সাঈদ। এসময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই ট্রাক্টর চালকের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে। বুধবার সকালের দিকে খামার পরিদর্শনে গিয়ে তাদের কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় কৈফিয়ত তলব করা হয়।জানাগেছে, গত বুধবার সকালের দিকে দর্শনা কেরুজ চিনিকলের আওতাধীন বেশ কয়েকটি ব্যানিজ্যিক খামার আকষ্মিক পরিদর্শন করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাঈদ। পরিদর্শনের একপর্যায় সকাল সাড়ে ১০ টার দিকে আড়িয়া ব্যাণিজ্যিক কৃষি খামার উপস্থিত হয়। এসময় ২জন ট্রাক্টর চালকের হাজিরা খাতায় উপস্থিতির সাক্ষর পেলেও তাদেরকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পায়। তাদেরকে কর্মস্থলে না পাওয়ার অভিযোগে চালকদ্বয়কে কৈফিয়ত তলব করা হয়েছে। বিষয়টি বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এবিষয়ে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাইদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে ঐ দিন সকাল সাড়ে দশটার দিকে অন্যান্য খামার পরিদর্শন শেষে আড়িয়া ব্যাণিজ্যিক (কৃষি) খামারে গিয়ে হাজিরা খাতা চেক করেন।হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে আছে কিনা সরেজমিন খামারের ই-ব্লকে যান। সেখানে গিয়ে দেখতে পান যে ট্রাক্টর চালক আ: রাজ্জাক এর পরিবর্তে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করছেন বহিরাগত শহিদুল নামে একজন জমি চাষ করছেন। সংশ্লিষ্ট ট্রাক্টরের চালককে ওই স্থান খান ফোন দেওয়া হলে, চালক ফোনের অপর প্রান্ত থেকে উত্তরে বলেন আমি কাজে ঢাকাই এসেছি। অথচ দিব্যি তার হাজিরা খাতায় স্বাক্ষর হয়ে গেছে। এ দিকে কানামনা (কাজ নেই মুজুরি নেই) ভিত্তিতে ট্রাক্টর চালক আ. আজিজ সকালে হাজিরা খাতাই স্বাক্ষর না করে ওইদিন বেলা সাড়ে ১০ টার দিকে স্বাক্ষর করে কতৃপক্ষের নির্দেশ না নিয়ে বাড়ি চলে যাওয়ার অভিযোগ পান। এ ধরনের দুটি অভিযোগ দু’জনের বিরুদ্ধে পাওয়ায় গতকাল বৃহস্পতিবার কেরুজ প্রশাসন সংস্থা কৃষি খামার স্মারক নং- ১৬৯৬ ও ১৬৯৭ কৈফিয়ত তলব করে দু’জনের নামে পত্র প্রেরণ করেছেন। এলাকাবাসিরা সাংবাদিকদের জানান, স্থানীয় ভাবে প্রভাব খাটিয়ে তারা প্রায় সময়ই কর্মস্থলে থাকেনা। ওই চিঠিতে নির্দেশ প্রদান করা হয়েছে বিভাগীয় প্রধানের মাধ্যমে আগমী ৭ দিনের মধ্যে সন্তোষ জনক জবাব দিতে ব্যার্থ হলে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এক তরফা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ বিষয়ে মহা-ব্যাবস্থাপক ডি.জি.এম (ফার্ম) হুমায়ুন কবির বলেন, দর্শনা কেরু এ্যান্ড কোং (বাং) লিঃ এর আওতাধীন আডিয়া ব্যাণিজ্যিক কৃষি খামারের ট্রাক্টর চালক আ. রাজ্জাক ও আ.আজিজ দু’জন কর্মস্থলে না থাকার অভিযোগে কৈফিয়ত তলব করে পত্র প্রেরণের খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *