দর্শনা অফিসঃ দর্শনায় মরহুম হাবিবুর রহমান বাবু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে । গতকাল শনিবার বিকেল ৫ টায় দর্শনা কের“জ ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, কের“জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দর্শনা পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কের“জ চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান কাজল, কের“জ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পদক মাসুদুর রহমান, সাবেক শ্রমিক নেতা খালেকুজ্জামান খালেক, এরশাদ আলী মাষ্টার, সাবেক ফুটবলার ও কের“জ সিকিউরিটি ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনা, শহিদুল ইসলাম, খবির উদ্দিন, রফিকুল ইসলাম কভু, সহিদুল, শাহিন, শংকর বাবু, অশরাফুজ্জামান রিপন প্রমুখ। খেলার আয়োজন করেন পাপ্পু , জীবন, সাগর, হাসিবুল, ফয়সাল, আনিস, অনিক, সোহান, ইসরাফিল প্রমুখ।