দর্শনা অফিসঃ দর্শনায় ছিনতাই হওয়া পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ছিনতাইকারী সহ গ্রেফতার করেছে ৩ জনকে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে দোস্ত গ্রামের পূর্বপাড়ারআ. জলিলের ছেলে শ্বশুর মালেকের বাড়ি থেকে জামাই উজ্জল মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে হিজলগাড়ি ক্যাম্প পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারী ঝিনাইদহ সদর উপজেলার সুতালিয়া বৈদ্যপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।পুলিশ জানায়, গত ২৫ অক্টবর রোববার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা-হিজলগাড়ি সড়কের দোয়েল ইটভাটার নিকটবর্তী স্থানেযাত্রী বেশে এক ছিনতাইকারী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বাজার পাড়ার আ. রাজ্জাকের ছেলে শুভ (১৬) নামের এক পাখিভ্যান চালককে রক্তাক্ত জখম করে পাখিভ্যান ছিনতাই ঘটনায় পুলিশ দীর্ঘ ৪ দিন সাড়াসী অভিযান ছালিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ছিনতাইকারীর দেওয়া তথ্যমতে পাখি ভ্যানটি উদ্ধারে নামে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীকে সাথে নিয়ে পুলিশ রাত ভোর
অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থানার মৃত আবুল কাশেম মুন্সির ছেলে জাহাঙ্গীর আলম (৪১) ও মৃত জিন্নাত আলী তালুকদারের ছেলে রহমত আলীকে (৫০) ছিনতাই হওয়া পাখিভ্যান কেনা-বেচার দ্বায়ে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ছিনতাইকৃত পাখিভ্যানটি উদ্ধার করা হয়। ছিনতাই ঘটনায় আসামীদের আদালতে সোপার্দ করা হয়েছে।উলেখ্য, গত ২৫ অক্টবর রোববার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা-হিজলগাড়ি সড়কের দোয়েল ইটভাটার নিকটবর্তী স্থানে যাত্রীবেশী এক ছিনতাইকারী চালককে ধারালো অস্ত্রদিয়ে উপর্যপরী আঘাত করে পাখিভ্যান ছিনিয়ে নিয়ে যায়। এতে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বাজার পাড়ার আ. রাজ্জাকের ছেলে পাখিভ্যান চালক শুভ (১৬) রক্তাক্ত জখম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *