দর্শনা অফিসঃ দর্শনা ছানোয়ার নামের এক ব্যাক্তির বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। সে দর্শনা থানার পিছনে সরকারী জায়গার উপর অবস্থিত একটি মূল্যবান সরকারী নীম গাছ কেটে নিয়েছে।গাছটি দর্শনা থানার পিছনে তৎকালীন আনছার ক্যাম্প ও বর্তমান থানার জায়গার উপর অবস্থিত এ মূল্যবান নীম গাছটি সরকারী বলে স্থানীয়রা দাবী করেছে।স্থানীয়রা জানায়, দর্শনা থানার পিছনে ছিল আনছার ব্যাটালিয়নের থাকার ব্যারাক। ওই ব্যারাকটি ছিল বর্তমান থানার অন্ত্গত। কিন্ত তৎকালীন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র থাকার সময় ওই জমির মধ্যদিয়ে দর্শনা পৌর সভার তৈরী হেরিং রাস্তা হয়। আর ওই রাস্তার কোল ঘেঁষে ছিল একটি নীম গাছ। গাছটির বর্তমান বয়সপ্রায় শত বছর। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭০/৮০ হাজার টাকা। এ গাছটি নিজের দাবী করে ভুলি বিহারী ওরফে ভুলি কানার ছেলে ছানোয়ার ওরফে বিহারী ছানোয়ার গত সোমবার সকালের দিকে কেটে ফেলে। কর্তনকৃত গাছটি কেটে সড়িয়ে নিতে চাইলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। এসময় ছানোয়ার নিজেকে রক্ষা করতে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত গাছটি নিজ হেফাজতে রাখতে দর্শনা পৌর সভায় একটি লিখিত অভিযোগ করেছে বলে সুত্রে জানা যায়।এবিষয়ে ছানোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে না পাওয়া যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সাথে মোবাইল ফোনে ঘটনাটি যানতে ফোন দেওয়া হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *