দর্শনা অফিসঃ দর্শনা সীমান্তের জয়নগর গ্রামে মশার কোয়েলের আগুনে পুড়ে ২টি ঘর ১টি ছাগলসহ বিভিন্ন মালামাল ভষ্মিভৃত হয়েছে। গতকাল সোমবার ভোর রাতের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধিত হয়েছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের চেকপোষ্ট পাড়ার আব্দুল জলিল মোল্লার ছেলে রশিদের গরু-ছাগলের গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নিজ বাড়ি সহ প্রতিবেশির বাড়ির মধ্যে। এতে জলিল মোল্লার ছেলে রশিদ ও আশরাফুলের দুটি রান্নাঘর পুড়ে ভষ্মিভুত হওয়া সহ ১টি ছাগল ও প্রতিবেশি মৃত আয়ুব মোল্লার ছেলে আব্দুল হামিদের ঘরের আসবাবপত্র সহ ছাদের উপরে থাকা পাটখড়ি পুড়ে ভষ্মিভুত হয়।
তবে আগুণ নিয়ন্ত্রনে স্থানীয় লোকজন ও দর্শনা আইসিপির বিজিবি সদস্যদের সহায়তায় ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে রক্ষাপাই প্রতিবেশী সহ আশপাশের বাড়ি ঘর। এতে করে তিনটি পরিবারের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে।