দর্শনা অফিস : দর্শনায় গাঁজাসহ ঘরজামাই শ্রী পৃনাত মন্ডলকে (৩৫) গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সন্ধার দিকে দর্শনা থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ পারকৃষ্ণপুর ব্রীজ সংলগ্ন স্থান হতে তাকে গ্রেফতার করে। সে ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলাধীন দুধসর গ্রামের শ্রী জগো মন্ডলের ছেলে ও দর্শনা পৌর এলাকার শ্রী মনো মণ্ডলের জামাই। সে শ্বশুর বাড়ী ঘর জামাই থেকে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।