দর্শনা অফিস: দর্শনা ১৮০ গ্রাম গাঁজাসহ খুলনার শফিকুল ইসলাম ওরফে শফি (১৮) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনাহল্টস্টেশনের পাটফর্মের উপর থেকে জিআরপি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শফি খুলনার সোনাডাঙ্গা থানার বান্দাবাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ এসআই তবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ট্রেন যাত্রী বেসে মাদক ব্যাবসায়ী ট্রেনের অপেক্ষায় পাট ফর্মে অবস্থান করছে ট্রেনের অপেক্ষায়। সেই তথ্যের ভিত্তিতে জিআরপি ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা হল্ট স্টেশনের পাটফর্মের উপর। এসময় ১৮০ গ্রাম গাঁজাসহ খুলনা সোনাডাঙ্গা থানার বান্দাবাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে শফিকুল ইসলাম ওরফে শফিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পোড়াদহ রেলওয়ে থানায় গ্রেফতার দেখিয়ে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।##