দর্শনা অফিসঃ দর্শনায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১১ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ কার্যক্রম শুর“ করা হয়।মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।ক্যাম্পেইনে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে যানবাহন ও ব্যাবসা-প্রতিষ্ঠানে ‘নো মাস্ক, নো সার্ভিস, নো শপিং্থ লেখা সংবলিত স্টিকার লাগানো হয়। স্বাস্থ্য সুরক্ষায় লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসাধারণকে সতর্ক করা হয়।পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৪ জনকে ২ হাজার ৯ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির মো. ওমর ফার“ক, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মো.
মনিরুজ্জামান ধীরু, সাধারন সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, প্রমুখ। ক্যাম্পেইনে সহযোগীতা করেন
দর্শনা থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *