দর্শনা অফিসঃ দর্শনা থানা অঞ্চলের সামাজিক ও মানবতার সেবায় নিয়োজিত সংগঠন “ভালোবাসার বন্ধন”এর সম্মেলন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বিকাল ৪ টায় দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনা করেন, দদামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন চেয়ারম্যান এস এএম জাকারিয়া আলম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারী কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যাক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মােশারফ হােসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, দর্শনা কেরুজ চিনিকলের মহা-ব্যবস্থাপক প্রশাসন শাহাবউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম তফদার শাবু, বিশিষ্ট ক্রীড়াবিদ গিয়াসউদ্দিন পিনা, দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ সাহা প্রমুখ । এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ , সাংবাদিক ও ভালােবাসার বন্ধনের সর্বস্তরের সদস্যগণ।প্রতিটি মানুষের হৃদয়ে থাক ভালোবাসার বন্ধন। এই প্রত্যাশা কে সামনে রেখে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন’ভালোবাসার বন্ধন এর সম্মেলন ও পরিচিত সভায় অতিথিবৃন্দকে ভালােবাসার বন্ধনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সেই সাথে আমন্ত্রিত অতির্থিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।পরিশেষে ভালােবাসার বন্ধন, এর দর্শনা সংগঠনটির আগামি-২ বছরে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটির পরিচিতি তুলে ধরা হয়।সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘােষনা করা হয় । সবশেষে, ভালাবাসার বন্ধনের স্মৃতি ও বিভিন্ন সামাজিক ও মানবতার সেবামূলক কার্যক্রমের উপর নির্মিত একটি ডকুমেন্ট্রি প্রদর্শিত করা হয়।সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লাড ডোনার সংগঠনের এসএম জামিল।