দর্শনা অফিসঃ দর্শনা বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‍্যাব। এ অভিযানে ৪ কেজি গাঁজা সহ দর্শনা শ্যামপুরের শহিদ নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
র্যাব জানায়, গতকাল শুক্রবার ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ভোর পৌনে ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা বাসষ্ট্যান্ড অপু ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শহিদ (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া আটককৃতর দখল হতে ১ টি মোবাইল সেট ও ১ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
সে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত কফিল উদ্দিনের ছেলে।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *