দর্শনা অফিসঃ সারাদেশের ন্যায় দর্শনাতেও প্রতিমা বিসর্জন এর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের সব চাইতে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। দুর্গাপূজা আদতে হিন্দু বাঙালীদের সবথেকে বড় উৎসব হলেও কালে কালে তা অন্যান্য ধর্মের মানুষের কাছেও হয়ে উঠেছে উৎসবের সময়। পূজার সময়ে হিন্দুদের মতোই মুসলমান, বৌদ্ধ সহ জৈন – সকলেই মেতে ওঠেন উৎসবে। অনেক জায়গায় পূজার উদ্যোগেও জড়িয়ে থাকেন নানা ধর্মের মানুষ। পূজার কদিন আগে প্যান্ডেল তৈরি করে তার পাশেই চলছিল দুর্গাপ্রতিমা গড়ার শেষ মুহূর্ত কাজ। এভাবেই দিনে দিনে শেষ হলো দশমী অর্থাৎ প্রতিমা বিসর্জনী। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৬ টি পূজা মন্ডপগুলোতে লাইটিং আর ভিন্ন রকম সাজে সু-সজ্জিত সাজে সজ্জিত করে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। দর্শনা কেরুজ পূজা মন্দির, আমতলা হরিজন সম্প্রদায়ের পূজা মন্দির, পুরাতন বাজার পূজা মন্দির, রামনগর দাসপাড়া পূজা মন্দির, রামনগর মুচিপাড়া পূজা মন্দির ও পারকৃষ্ণপুর হালদার পাড়া পূজা মন্দিরে তাদের এই উৎসব পালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও তারা গতকাল সোমবার সন্ধায় দর্শনা মেমনগরে মাথাভাঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি করে।