দর্শনা অফিসঃনারীর প্রতি সহিংসতা, সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দর্শনা পুরাতন বাজার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতিত্বে আলোচনা করেন দর্শনা পৌর মুক্তিযোদ্ধা সংসদ নের্তৃবৃন্দ, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, সৈয়দ মজনুর রহমান, দর্শনা পুরাতন বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সোহেল, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, জুয়েল মাষ্টার, যুবলীগ নেতা সোলাইমান হক, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন তপু প্রমুখ। বক্তারা নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।