ষ্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউণ্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আইলহাস ইউনিয়নে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, তারা দেবী ফাউণ্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সদস্য আইন উদ্দিন মন্ডল, সাইফুল ইসলাম ও বখতিয়ার রহমান।
মাস্ক বিতরণের উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার অপরিহার্য, আপনারা সকলে বাড়ী থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে বের হবেন।