আসাদুজ্জামান: চুয়াডাঙ্গায় তামাক চাষ ও তামাক কোম্পানীর প্রভাব বিষয়ে খুলনা বিভাগীয় ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে খুলনা বিভাগীয় ভার্চুয়াল মিটিংয়ে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান। তিনি বলেন বাংলাদেশে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইনে তামাক উৎপাদনে ক্ষেত্রে কোন বাঁধানেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে তামাক কোম্পানি গুলো চাষীদের বিভিন্ন প্রলভন দেখিয়ে চাষের সমস্ত খরচ দিয়ে বা উপঢোকন দিয়ে চাষ করিয়ে নিচ্ছে। এই উৎপাদন যখনই বন্ধ করা হবে, তখনই তামাক নিয়ন্ত্রন করা সম্ভব হবে। তিনি আরো বলেন পৃথিবীতে ১২২ কোটি মানুষ তামাক সেবন করেন তার মধ্যে ৪০ ভাগ নারীই। সরকার যদি তামাক নিয়ন্ত্রন করতে পরিকল্পনা গ্রহন করতে সূ-নির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করে, কৃষকদের লাফ জনক ফসল উৎপাদনে উৎসাহিত করতে সহযোগিতা করে তাহলেয় তামাক নিয়ন্ত্রন করা সম্ভব।
চুয়াডাঙ্গা সদর উপজেলা উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর, মীরপুর কুষ্টিয়ার উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, সাতক্ষীরার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পলক কুমার চক্রবর্তী, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাহ জাহান আলী বিশ্বাস। অতিথি হিসাবে বক্তব্য রাখেন মঈন উল আলম, ফিরোজ আহম্মেদ, আমিনুল ইসলাম বকুল, হাসান খান, নাছরিন পাভীন, আমিনুল ইসলাম লিন্টু, আবুল হোসেন, হামিদুল হক হিল্লোল, জিএম শুভ, আবু রাহয়ান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফ কুষ্টিয়ার নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক। প্রবন্ধ উপস্থাপনা করেন মৌমাছি সাতক্ষিরা নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।