স্টাফ রিপোর্টার : ডেঙ্গু মশা নিধনে চুয়াডাঙ্গা পৌরসভার মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন  মেয়র জাহাঙ্গী  আলম মালিক খোকন। গতকাল শনিবার সকার ৭টায় জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়কের হাইড্রনে ফোগার মেশিন চালিয়ে ডেঙ্গু নিধনের ডেসিস ও তাহা নামক বিষ প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। তিনি বলেন, করোনা মহামারীর পাশা-পাশি সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আল্লাহর নিকট শুকরিয়া যে আমার পৌরসভায় এখনো পর্যন্ত কোন ডেঙ্গু রোগে আক্রান্তের খবর আসেনি।বাড়তি সতর্কতা হিসেবে আগে-ভাগেই আমরা ডেঙ্গু প্রতিরোধ পদক্ষেপ গ্রহন করেছি। ইতি মধ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তাদের নিজেস্ব উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ শুরু করেছে। সময়ের দাবী মেটাতে চুয়াডাঙ্গা পৌরসভা অনেক আগেই মশক নিধন কার্যক্রম শুরু করেছিল। আজ থেকে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম শুরু করা হলো । প্রথম দিনে ৪নং ওর্য়াডের সব ড্রেনে ও ৫নং ওয়ার্ডের কিছু ড্রেনে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনে কাজ করা হবে। এ কার্যক্রম শীতকাল আসা অবধি অব্যাহত থাকবে।
আমি পৌরবাসীকে অনুরোধ জানাবো আপনারা নিজ নিজ উদ্যোগে আপনার বাসা-বাড়ি ও বাড়ির আসে-পাশের ঝোপঝাড় পরিস্কার রাখুন। নিজে না পারলে চুয়াডাঙ্গা পৌরসভাকে অবহিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *