ষ্টাফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি পত্রিকা ‘ডেইলি মরনিং গ্লোরি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী। গতকাল শনিবার ডেইলি মরনিং গ্লোরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম বজলুর রহমান খান রুমির স্বাক্ষরিত নিয়োগপত্র ও কার্ড পেয়েছে সে। গত ৪ঠা নভেম্বর তার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী জাতীয় ডেইলি মরনিং গ্লোরি পত্রিকাটি ডিএফপিভুক্ত এবং ৮ম মঞ্জুরি বোর্ড বাস্তবায়ন করেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মেহেরাব্বিন সানভী দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক। সে ২০১২ সালে ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেনে শিশু সাংবাদিক হিসেবে সাংবাদিকতার যাত্রা শুরু করে। মেহেরাব্বিন সানভী ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সরকারী অর্থায়নে প্রকাশিত ত্রৈমাসিক ‘শিশু কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। সে প্লান ইন্টার ন্যাশনাল, ইউনিসেফ, সেভ দ্যা চিলড্রেন, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শিশু একাডেমিসহ সরকারী-বেসরকারী বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক প্রতিষ্ঠানে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণসহ বেশ কিছু প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সে দৈনিক সময়ের সমীকরণ এর “স্বপ্নচারী” বিভাগের বিভাগীয় সম্পাদকের দায়িত্বও পালন করেছে। সে শিশু অধিকারকর্মী হিসেবে আঞ্চলিক চাইল্ড রেস্ট প্রমোটরও ছিলো। মেহেরবাব্বিন সানভী বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী সদস্য, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রথম আলো বন্ধুসভা চুয়াডাঙ্গার প্রচার সম্পাদক।
এদিকে, মেহেরাব্বিন সানভীর ডেইলি মরনিং গ্লোরিতে নিয়োগ পাওয়ায়, দৈনিক সময়ের সমীকরণ পরিবার, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্র, চুয়াডাঙ্গা প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।