মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ডাক্তার রমেশ ক্লিনিক ও তার পরিবারের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমির স্মরণে শোকসভা ও দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বিকালে রমেশ ক্লিনিক প্রাঙ্গণে এ শোক সভায় দোয়া অনুষ্ঠিত হয়। ডাক্তার রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা,আবু তাহের সিদ্দিকী ডা, মিজানুর রহমান, ডা, আব্দুস সালাম, ডা, মাহফুজ জামান রতন, রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ। পরে ডাক্তার রুমের মাগফেরাত কামনায় দো’আ করা হয়।