দর্শনা অফিসঃমাদকসহ দর্শনা পারকৃষ্ণপুরের এনামুল ও শিহাবকে আটক করেছে র‍্যাব।
গোপন সুত্রের ভিত্তিতে গতকাল শুক্রবার সোয়া ১টার দিকে ঝিনাইদহ সিপিসি-২ ও র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে পৌনে ২ টার দিকে জেলার দামুড়হুদা থানাধীন রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় উক্ত স্থান হতে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী এনামুল শেখ (২৫) ও একই এলাকার আবদুল জলিল শিহাব উদ্দিনকে (২২) আটক করা হয়।
এছাড়া আটককৃত আসামীদ্বয়ের দখল হতে ২ টি মোবাইল সেট এবং ৪ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারার মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *