ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ আজ দুপুরে ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে গফ্ফার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিস ট্যাবলেটসহ র্যাব তাকে গ্রেফতার করে। সে দর্শনা শান্তিপাড়ার আলতাফ মিয়ার ছেলে। ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল হোসেন ও সেকেন্ড ইন কমান্ড সোহেল এ অভিযানে নেতৃত্ব দেন।