ঝিনাইদহে গাউছুল আজম মাইজভান্ডারি ২০তম পবিত্র ওরস ও দোয়া অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গাউছুল আজম মাইজভান্ডারি ২০ তম ওরস ও দোয়া অনুষ্ঠান। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় অনুষ্ঠানের আয়োজন সংক্ষিপ্ত করা হয়। ধর্ম বর্ন জাতি নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে তারাই অজ্ঞান। অজ্ঞানেরা হলো ধ্বংসের পথযাত্রাী।সকলের ধর্মগ্রন্থে মানবতার কথা উল্লেখ রয়েছে। গাউছুল আজম মাইজভান্ডারি তেমনই একজন সত্যসাধক ছিলেন। আজ ২২ চৈত্র ৫ এপ্রিল বিকালে আওলিয়াগন আওলিয়ার দরবার শরীফ ঝিনাইদহ শাখার উদ্যোগে জাতিকে করোনা থেকে মুক্তি কামনায় প্রার্থনা সভা এবং সভাশেষে উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।মোখলেছুর রহমান তরুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় দরবার শরীফের খাদেম মধু ভান্ডারী, আনোয়ার হোসেন, আব্বাস আলী,বিল্লাল বিশ্বাস, আলী হামজা,কমিশনাার পদপ্রার্থী পিকুল, মহারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিকসহপ্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সকল সাধকদের সাধনাচারের পর করোনা ভাইরাস থেকে দেশের মানুষদের প্রতি আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।উপস্থিত ভক্তবৃন্দরা ছাড়াও বিভিন্ন এতিমখানার বাচ্চাদের মাঝে দরবারের তবারক বিতরণ করা হয়।