জীবননগর অফিস: গতকাল বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় ও জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ ১১জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সেজিয়া ইটভাটার নিকট থেকে বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়েন্দা গ্রামের মান্নান মৃধার ছেলে ইলিয়াস মৃধা (২২), ইলিয়াস মৃধার স্ত্রী হাফিজা বেগম (১৯) ও তার শিশু কন্যা আরাবিয়া, আব্দুল মালেক মৃধার ছেলে শফিকুল মৃধা (২৭), খুলনা জেলার হরিণটানা থানার রায়ের মহল গ্রামের জাহিদ শিকদারের মেয়ে শ্রাবনী শিকদার (১৮) ও ছেলে বাবু শিকদার (১৯), জামাল শিকদারের মেয়ে রুমি বেগম (২৫) ও রুমির শিশুপুত্র সোহান (৪)। এছাড়া জলুলী বিওপির টহলদল অধৈভাবে ভারতে যাওয়র পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ২জন নারী ও ১জন পুরুষকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *