গড়াইটুপি প্রতিনিধিঃ তীব্র শীত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রচন্ড হাড় কাঁপানো শীতে শীতার্ত মানুষ যখন জবুথবু ঠিক তখনই শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে শীতার্ত এসব মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশীদ। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তিনি নিজে উপস্থিত থেকে অর্ধ শতাধিক অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতার্ত মানুষদের পরম মমতায় কাছে নিয়ে এর আগেও বেশ কয়েকবার সদর উপজেলার বিভিন্ন গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ। এমন মহৎ উদ্যোগে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মুখে একটু হলেও হাসি ফুটেছে।
উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশীদ বলেন, আমি জনগনের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি জনগনের সেবা করার জন্য। তাই এই তীব্র শীতে অসহায় শীতার্ত এসব মানুষে পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের কাছে ছুটে এসেছি। জনগনের সেবক হয়ে আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই।
কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, সাধুহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোবিন্দপুর সূর্য তরুণ ক্লাবের সভাপতি আহমেদ শিশির সুজন, সূর্য তরুণ ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, রবজেল হোসেন, জিয়াউর রহমান, সোহাগ, সোহান, সাঈদ, সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।