মামুনার রশীদ , কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৭ই অক্টোবর) বেলা ১১ টার সময় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও কোটচাঁদপুর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়। বক্তারা সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ সহ সারাদেশে যে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে তার প্রতিবাদে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তৃতাকালে তারা বলেন, শাস্তি নিশ্চিত না হওয়ায় সমাজে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিচার কাজ বিলম্বিত হওয়ায় ছাড় পাচ্ছে অনেক অপরাধী। তাই ধর্ষন মামলার বিচার কার্য ৩০ কার্য দিবসের মধ্যে শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। এ মানব বন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।