হাউলী প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে, গতকাল শনিবার সকাল ১০টার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া মমতাজের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠাল তলায় জিয়া ষ্টোরে অভিযান চালানো হয়। দোকান তল্লাশী করে মেয়াদোত্তীর্ণ পর্ণ জব্দ করা হয়, ও ৫‘শ টাকা জরিমানা করা হয়।
পরে জয়রাম পুর কাঁঠাল তলা এলাকার বেশ ক’একটি দোকান পরিদর্শণ করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে কিনা ও লাইসেন্স ঠিক আছে কি না দেখা হয়। ট্রেড লাইসেন্স না থাকায় আজিজ ষ্টোরকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫ ‘শ টাকা জরিমানা করা হয়। একই আইনে ট্রেড লাইসেন্স না থাকার কারণে হাবীব ষ্টোরকে ৫‘শ টাকা ও মনি ষ্টোরকে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া মমতাজ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষরা একটা কঠিন সময় পার করছে। এই বিপর্যয়ের মধ্যে ও জেলার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। অবৈধভাবে বেশী লাভের আশায় তারা এ গুলো করছে। জনস্বার্থে এই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।