পশ্চিমাঞ্চল অনলাইন ডেস্ক:অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে দেশের বিভিন্ন স্থানে জেলা পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত।

মৌলভীবাজার :মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিছবাহুর রহমান ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রহিম পেয়েছেন ২০২ ভোট।

মান্দা (নওগাঁ) : মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মকলেছুর রহমান পেয়েছেনে ১৪ হাজার ৯১ ভোট।

শরণখোলা (বাগেরহাট) :শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রায়হান উদ্দিন শান্ত পেয়েছেন ৫৬ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৭৬৭ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী মো. মতিয়ার রহমান খান ধানের শীষে পেয়েছেন ৬৭৩ ভোট।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম নয়ন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী রুজিনা আক্তার বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৪০ ভোট এবং বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুল আলম ভূইয়া পেয়েছেন ৪ হাজার ২শ ২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম নয়ন ৭৬ হাজার ১০৫ ভোট, টিয়া পাখি প্রতীকের প্রার্থী বিল্লালুর রশিদ দোলন পেয়েছেন ৪১ হাজার ২১ ভোট, চশমা প্রতীকের প্রার্থী আমানুল্লাহ এসডু পেয়েছেন ৩২ হাজার ৫৪৪ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ৫ হাজার ২ ৮৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী রুজিনা আক্তার পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭১৯ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ১০ হাজার ২৭৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *