জীবননগর হাসাদাহে ট্রাক-ইজিবাইক-পাখিভ্যান ত্রিমুখি সংঘর্ষে আহত-৩

 

জীবননগর অফিস: জীবননগর কালীগঞ্জ সড়কে হাসাদাহে ইটভাটার ট্রাক ইজিবাইক ও পাখিভ্যানের ত্রিমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। আহতের মধ্যে জীবননগরের ২জন ও মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১জনকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ইজিবাইকের যাত্রী জীবননগর উপজেলা গোয়াল পাড়া গ্রামের বাবু শেখের ছেলে আতিয়ার রহমান(৮০) ও মনোহরপুর গ্রামের আহার মন্ডলের ছেলে জিহাদ(৩৫) এ ছাড়াও আরো ১অজ্ঞাত যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, হাসাদাহ থেকে আওয়াল বিক্সের একটি ট্রাক বাকা ব্রিকফিল্ডের ভাটার দিকে যাচ্ছিল। ট্রাকটি হাদাহ হাইস্কুলের সামনের রাস্তায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানকে ইজিবাইকটি ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রনহীন ট্রাক-ইজিবাইক ও পাখিভ্যানের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকে থাকা ৩যাত্রী রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর ও মহেশপুর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *