জীবননগর অফিস : জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় চুয়াডাঙ্গা২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাঙালীর পরাধীনতা থেকে দেশকে মুক্ত করতে হবে। তারপর বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ সাড়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে এদেশ স্বাধীন হয়েছিলো। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে যখন দেশের অর্থনীতিকে একটি ভীতের উপরে দঁাড় করাতে ব্যস্ত সময় পার করছিলেন, তখনই স্বাধীনতা বিরোধী শক্তি জোটবদ্ধভাবে তাকেসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধুর উত্তরসুরী শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যাওয়ায় তারাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামীলীগের হালধরে দলকে সুসংগঠিত করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ সুসংগঠিত একটি রাজনৈতিক দল। তারই নেতৃত্বে বর্তমান সরকার সোনার বাংলাদেশ গড়তে নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে এদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে একটি আত্মমর্যদাশীল দেশ হিসেবে পরিচিত করেছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষ যখন স্বস্তির নিশ্বাস ফেলছে ঠিক তখনই দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী চক্ররা জোটগতভাবে সরকারকে উৎখাত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, নবনির্বাচিত এ কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরে সংগঠনকে আরো শক্ত ও মজবুত করতে কাজ করতে হবে। আর শক্তিশালী সংগঠনের মাধ্যমেই সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র হত্যাকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। গতকাল রোববার বিকালে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল,জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর্জা তাহাজ্জত হোসেন, কেডিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খঁান, হাসাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নান্নু,আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক মাষ্টার প্রমুখ। হাসাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জসিম উদ্দীন জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সম্পাদক আহসান হাবীব বকুল, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মেদ প্রদীপ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মধু শেখ, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মাষ্টারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।