উথলী প্রতিনিধিঃ আবারও ফসল তছরুপের ঘটনা ঘটেছে জীবননগর উপজেলার মৃগমারি গ্রামে।সামান্য মনমালিন্য অথবা হিংসার বসবতি হয়ে প্রায়ই রাতের আধারে একজনের আবিদ ফসল কেটে সাবাড় করে দিচ্ছে প্রতিপক্ষ।পূর্ব শত্রুতার জেরে এবার মৃগমারি গ্রামের বসতি পাড়ায় মৃত জয়নাল মন্ডলের ছেলে রবিউল হোসেনের প্রায় ২ বিঘা জমির ঝাল,পটল ও ছিম গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।রবিউল ইসলাম বলেন,আমার জমিতে ঝাল,পটল ছিম সবেমাত্র ফলন দেওয়া শুরু করেছে আমি এই ক্ষেত থেকে ফসল বিক্রিকরে সপ্তাহে ৫ থেকে ৬ হাজার টাকা পেয়ে থাকি,আজ(শুক্রবার)ফজরের নামাজ পড়ে আমার ক্ষেতে এসে দেখতে পাই কে বা কাহারা রাতের আধারে আমার ক্ষেতের সব ফসল কর্তন করে দিয়েছে”। চাষি রবিউল হোসেন স্থানীয় বিভিন্ন ঋণদান সংস্থা থেকে ঋণ নিয়ে এই ফসল গুলো তৈরী করেছিল। ফসল গুলো বিক্রি করে পরিবারের ভরণপোষণ মেটাচ্ছিলেন তিনি।জমির ফসলগুলো কর্তন হওয়াই দিশেহারা হয়ে পড়েছে রবিউল ইসলামের পরিবার।মৃগমারি গ্রাম ছাড়াও পার্শবর্তি উথলী,সেনেরহুদা গ্রামে প্রায়ই এই ধরনের ফসল তছরুপের ঘটনা ঘটে।এইসকল কাজের সাথে জড়িতদের খুজেবের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকা বাসি।