জীবননগর অফিস : জীবননগরে পৌর আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাংগঠিনক কার্যক্রম জোরদার,প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠানের আয়োজন ও অগামী পৌর নির্বাচনে দলীয় প্রতীকের পক্ষে কাজ করার আহব্বান জানানো হয়। গতকাল শনিবার বিকাল ৪টায় জেলা পরিষদ ডাক বাংলো চত্তরে সভাটি অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো.আব্দুল লতিফ অমল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা খাতুন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।