জীবননগর অফিস: জীবননগর আন্দুলবাড়ীয়ার পোকামারী গ্রামে জনবসতিপূর্ণএলাকায় ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলনের অভিযোগে বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৫) কে কারাদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মুনিম লিংকন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত আবুল হাশেম মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৪৫) সরকারি নির্দেশনা উপেক্ষা করে পোকামারী এলাকায় বালু উত্তোলন করছিলেন। জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে আশে পাশের বসতবাড়ি এবং পুকুর মারাত্নক হুমকির মুখে পড়ে। এ ঘটনায় পোকামারি এলাকার পার্শ্ববর্তী জমির মালিকরা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মুনিম লিংকন গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পোকামারি বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালত বালু উত্তোলনের কার্যক্রম বন্ধসহ বালু উত্তোলনে ব্যবহৃত উপকরণ নষ্ট করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *