জীবননগর অফিস : জীবননগর উপজেলার কাশিপুরে দু’পরিবারের বাচ্চাদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক গৃহবধুর ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
জীবননগর কেডিকে ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়ার নুর ইসলামের স্ত্রী আকলিমা খাতুন(৩৫) বলেন,বৃহস্পতিবার সকালের দিকে আমার ছোট শিশু সন্তান আকাশের(১০) সাথে প্রতিবেশী আব্বাসের মেয়ে মিথিলা(৫) খেলা করার সময় তাদের মধ্যে মারামারি হয়। আমি আমার ছেলেকে শাসন করতে মারধর করি। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন দুপুরের দিকে প্রতিবেশী আব্বাস ও তার স্ত্রী ফরিদা আমাকে বাড়ী সংলগ্ন রাস্তায় একা পেয়ে বেধড়ক মারপিট করে আমার বাম হাত ভেঙ্গে দেয়।
এ ব্যাপারে কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আপস নিস্পত্তির চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
জীবননগর থনাার অফিসার ইনচার্জ(তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।