উথলী প্রতিনিধিঃজীবননগর উপজেলার উথলী হাইস্কুলের সামনে থেকে দিনদুপুরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।গতকাল শুক্রবার দুপুর ২টার সময় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগকারি সেনেরহুদা গ্রামের ক্লাব পাড়ার আবুল কালামের ছেলে ফার্নিচার মিস্ত্রী রিদয় হোসেন বলেন,উথলী থেকে কাজ শেষে দুপুরে বাড়িতে খেতে আসার পথে উথলী হাইস্কুলের সামনে রাস্তায় মাস্কপরা দুইজন লোক মটোরসাইকেল থেকে নেমে তার হাত ও গলা চেপে ধরে অপ্পো এন্ড্রয়েড সেট ছিনিয়ে নিয়ে চলে যায়।শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন জুম্মা নামাজে থাকার কারনে রাস্তা ছিলো জনশূন্য,আর এই জনশূন্যতার সুযোগ নিয়েই ছিনতাইকারিরা তার কাছ থেকে মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।রিদয় মটোরসাইকেলের পিছু ছুটলে ছিনতাইকারীরা উথলী বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়।দিনদুপুরে ছিনতায়ের ঘটনায় উথলী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।