জীবননগর অফিস: জীবননগর আন্দুলবাড়ীয়ায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় সরোজগঞ্জ- আন্দুলবাড়ীয়াগামী রাস্তার বেলতলা রেল গেটের নিকট থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা নিশ্চিন্তপুর গ্রামের জাফর আলীর ছেলে সিহাবুর রহমান ওরফে সিহাব(২২) ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান(২৩)।
র্যাব সূত্রে জানা যায়, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দীনের নেতৃত্বে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আন্দুলবাড়ীয়া-সরোজগঞ্জ সড়কের বেলতলা রেলগেট সংলগ্ন আশার চায়ের দোকানের সামনে ওৎ পেতে থাকে। এ সময় সিপিসি-২ এর তথ্য মতে সড়কের উপর থেকে মাদক ব্যবসায়ী সিহাবুর রহমান ওরফে সিহাব (২২) ও আব্দুল মান্নান (২৩ ) কে আটক করে। র্যাব সদস্যরা তাদের তল্লাশী চালিয়ে দুই কেজি গঁাজা, একটি মোবাইল সেট ও দুইটি সিম কার্ড উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।