জীবননগর অফিস : জীবননগর দত্তনগর সড়কের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে ঢাকা ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় আহত বকুল(৩১) উপজেলার মনোহরপুর গ্রামের শিমুলতলা পাড়ার মুনাফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগর দত্তনগর সড়কের পাথিলা আলুবীজ হিমাগারের সামনে গত ৬ অক্টোবর বিকাল ৩ টায় নিয়ন্ত্রনহীন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বকুল(৩১) রাস্তায় ছিটকে পড়ে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। ওইদিনই আহত বকুলকে হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসা করার পর স্থান্তর করে ধানমন্ডি জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে তার মরাদেহ বিকাল সাড়ে ৫ টায় মনোহরপুর গ্রামের বাড়ীতে এসে পেঁৗছায়। এসময় স্বজনদের আহাজারিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতেই তার দাফন কাজ সম্পূর্ন করা হয়।