জীবননগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতারণ অনুুষ্ঠিত

জীবননগর অফিস:মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দিন ব্যাপি ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতারণ করা হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ৪টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় বৃহত্তর বঁাকা ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জীবননগর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গতকাল সোমবার বিকাল ৩ টাই জীবননগর থানা পাইলট হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণী করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, হাসাদহ ইউপি চেয়াম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বঁাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান। এর আগে সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দীন প্রমুখ।
খেলায় জীবননগর ফুটবল একাদশ ৫-৪ গোলে উথলী ইউনিয়ন একাদশ হারিয়ে ফাইনালে ওঠে। অপর খেলায় বৃহত্তর বাঁকা ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে আন্দুলবাড়ীয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
বিকালে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জীবননগর একাদশ ও বৃহত্তর বাকা ইউনিয়ন একাদশ ৯০ মিনিটের খেলায় ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এসময় বৃহত্তর বাকা একাদশ ৫-৩ গোলে জীবননগর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় বৃহত্তর বাকা ইউনিয়নের গোল রক্ষক জসিম ম্যান অব দ্যা ম্যাচ ও জীবননগর একাদশের সোহাগ ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *