জীবননগর অফিস: সরকারি সেবায় জনগনের অধিকার প্রতিষ্ঠায় সমস্যা- সম্ভাবনা ও করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি দপ্তর সাধারণ মানুষের সেবা দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে লোকমোর্চার সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপজেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, জীবননগর থানা, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের দাপ্তরিক প্রধানগণ উপস্থিত ছিলেন। লোকমোর্চার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সরকারি সেবাসমূহ গুলোকে কিভাবে সহজতর উপায়ে সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়া যায় তার উপর গুরুত্বআরোপ করেন। সেই সাথে স্বাস্থ্য সেবা মান উন্নয়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে নানা দিক তুলে ধরে আলোকপাত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতিটি সেক্টরের সেবা পৌছে দেয়ার আশ্বাস প্রদান করা হয়।
উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহমুদ-বিন-হেদায়েত সেতু, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুল হাকিম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী আব্দুল আলিম সজলে সঞ্চালনায় সাধারণ মানুষের সেবাবঞ্চিতের দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা লোকমোর্চার সহসভাপতি সালাহ উদ্দীন কাজল, সহসাধারণ সম্পাদক সাজেদা আক্তার, লোকমোর্চার নির্বাহী সদস্য আকিমুল ইসলাম,রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাজ্জাদ বিশ্বাস, উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *