জীবননগর অফিস :সাধারণ মানুষের সেবা দিয়ে আসা তিনটি সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি দপ্তরগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি দপ্তর গুলোর কাজে সন্তুষ্টি প্রকাশ করেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও জীবননগর থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড সঠিক পরিচালনা ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও তিনি জীবননগর থানা পরিদর্শনকালে পুলিশের একদল চৌকষ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন এনডিসি আমজেদ হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।