জীবননগর অফিসঃআগস্ট শোকের মাস। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। আগস্টের প্রথম দিবসে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। গতকাল রবিবার সন্ধা ৭ টায় জীবননগর বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চের সামনে মোমবাতি প্রজ্বলন করেন বন্ধু ফাউন্ডেশনের সদস্যরা।
জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অতিথি ছিলেন, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু,প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদ বাবু, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম, মোঃ খোকন মিয়া, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মাজেদুর রহমান মিল্টন,সহ – সভাপতি চাষি রমজান,  যুগ্ম -সম্পাদক তুহিনুজ্জামান, সংগঠনের সদস্য সাদিয়া, মাহাবুল, সাকিব, হাসনাত, মুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *