জীবননগরে লকডাউনে স্বাস্থ্যবিধি মানছেনা কেউ প্রভাব পড়েনি হাট-বাজারে

জীবননগর অফিস: করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক ১সপ্তাহের লকডাউন ঘোষনা করা হলেও এর কনো প্রভাব পড়েনি জীবননগরে। গতকাল সকাল থেকে পৌর এলাকার প্রতিটি দোকান-পাট খোলা ছিলো। শুধু মাত্র দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল ছিলো বন্ধ। হাট-বাজার গুলোতে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা মাস্ক ব্যবহার ছিলো উদাসিন। উপজেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার জন্য ব্যাপক মাইকিং করা হয়। পুলিশের পক্ষ থেকে দোকান-পাট বন্ধের ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানালেও তাতে তেমন সাঁড়া মেলেনি।
জীবননগর বাসষ্ট্যান্ডসহ বাজার এলাকা গুলোতে সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিলো। কিছু সংখক মানুষ মাস্ক ব্যবহার করলেও অধিকাংশ ছিলো মাস্ক বিহীন। দোকান-পাট শপিং মল ছিলো খোলা। পুলিশের উপস্থিতি টের পেলে দোকান গুলোতে এক ধরনের লুকোচুরি খেলতে দেখা যায়। সচেতন মহলের দাবী ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে আরো কঠোর অবস্থানে যেতে হবে প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *