জীবননগর অফিস :জীবননগর পৌর এলাকার নারায়নপুরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সোহান আটক হয়েছে। গত শনিবার রাতে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অভিযান চালায় র্যাব -৬ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী সোহান(২৭)দৌলৎগঞ্জ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দীনের নেতৃত্বে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে সোহানুর রহমান ওরফে সোহান(২৭)কে আটক করে। পরে তার কাছ থেকে ১শ ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।