জীবননগরে যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জীবননগর অফিস: কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জীবননগরে দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা প্রতিনিধি জি এ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান অনুষ্ঠানে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম, ,জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্জল,জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন,মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ,আবু সাঈদ,শাকিল হোসেন প্রমুখ।