জীবননগর অফিস : মানবিক বাংলাদেশ সোসাইটির নবগতি কমিটির পক্ষ থেকে উপজেলার কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানায়।
কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন ও অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সাথে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল মামুন রনি, মানবিক বাংলাদেশ সোসাইটির নবগঠিত উপজেলা শাখার সহসভাপতি সুজন মীর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা মোল্লা, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম, প্রচার সম্পাদক রাজন মীর, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, সদস্য মাসুম মিয়া, নিশান, ছাত্রনেতা সিলটু, শামীম প্রমুখ।