
জীবননগর ব্যুরোঃ দলকে সুসংগঠিত ও দলীয় কর্মকান্ড বেগমান করতে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল থেকে জীবননগর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি- জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয় নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়। সভায় বক্তারা নির্বাচনী এলাকায় দলের মধ্যে সকল মতপার্থক্য ভুলে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। মতবিনিময় সভাটিতে তৃণমূলের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-২ আসনের স্থানীয় সাংসদ হাজী আলী আজগার টগরের পক্ষে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এমন দাবি তোলেন।
মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, এমপি সহদর আরিফুল ইসলাম আরিফ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।