জীবননগর অফিস: জীবননগরে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে ১৫দিনের কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মুনিম লিংকন এ আদেশ দেন। মাদকসেবী সোরাব হোসেন রাঙা (৪৫) উপজেলার হরিহরনগর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবনের সময় সোরাব হোসেন রাঙাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মুনিম লিংকন অভিযোগের সত্যতা পেয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা জরিমান করেন।