জীবননগর অফিস:জীবননগরে এক মাদক সেবীর ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মনোহরপুর আবাসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মনোহরপুর আবাসন প্রকল্পের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মরজেম হোসেন (৫৫) মাদক সেবন করে প্রতিদিন প্রতিবেশীদের সাথে অশালীন আচারণ করতো। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মুনিম লিংকন অভিযোগের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় মনোহরপুর আবাসন প্রকল্পে অভিযান চালায়। এ সময় আদালত মাদক সেবনের অপরাধে মরজেম হোসেন (৫৫) কে ১৫ দিনের কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করে ।